ভাষা ও ব্যাকরণ 1. 'কিয়াক্ষণ' এর চলিত রীতি - কিছুক্ষণ কতকিছু অনেক অল্পকিছু 2. 'বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান' কার অবদান? আহমদ শরীফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আবু ইসহাক ড. মুহম্মাদ শহীদুল্লাহ 3. ধ্বনিতত্ত্বের আলচ্য বিষয় - অনুজ্ঞা ধাতু সন্ধি বর্গ ব্যঞ্জনা 4. 'বিপরীত শব্দ' আলোচিত হয় - ধ্বনিতত্ত্বে রূপতত্ত্বে বাক্যতত্ত্বে অর্থতত্ত্বে 5. কোনটি ভাষার মৌলিক অংশ নয়? ধ্বনি শব্দ অর্থ ব্যাকরণ 6. অনুসর্গের পূর্ণরূপ ব্যবহার করা হয় কোন রীতিতে? সাধু চলিত আঞ্চলিক মৌথলী 7. 'বাংলা ভাষার আঞ্চলিক অভিধান' কার রচনা? আহমদ শরীফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ড. মুহম্মাদ শহীদুল্লাহ 8. বাক্যের মূল উপাদান / উপকরণ - ধ্বনি শব্দ বর্ণ বাক্য 9. ধ্বনিতত্ত্বের আলচ্য বিষয় - ণ-তত্ব ও ষ-ত্ব বিধান ধাতু অনুজ্ঞা বর্গ ব্যঞ্জনা 10. প্রমিত ভাষা কি? সাহিত্যিক কৃত্রিম ভাষা আদর্শ চলিত ভাষা সাধু ও চলিত ভাষার মিশ্রণ বৈজ্ঞানিক বাংলা ভাষা 11. ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্গত ভাষা নয় কোনটি? সিন্দি হিন্দি গুজরাটি সবগুলোই অন্তর্ভুক্ত 12. বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন শতাব্দীতে? ৭ম ৮ম ১২শ ১৫শ 13. 'ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ' এর রচয়িতা কে? উইলিয়াম কেরি রাজা রামমোহন রায় জগদীসচন্দ্র ঘোষ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় 14. ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্গত ভাষা কোনটি? তেলেগু কন্নড মারাঠি মালয়ালয় 15. ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্গত ভাষা নয় কোনটি? ইংরেজী উর্দু তামিল ওড়িয়া 16. কোনটি বাংলা ভাষার উপভাষা নয়? ঝাড়খণ্ডি রাঢ়ি কামরূপি গৌড়ীয় 17. বাক্যতত্ত্বে আলোচিত হয় - বাচ্য, উক্তি শব্দজোড়, বাগধারা অনুজ্ঞা, ক্রিয়ার কাল বাগযন্ত্র 18. ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেডের A Grammar of the Bengali Language প্রকাশিত হয় - ১৭৪৩ ১৭৭৮ ১৮৪৩ ১৮৭৮ 19. ভাষার মূল উপকরণ - বর্ণ শব্দ অর্থ বাক্য 20. বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোনটি থেকে? কেন্তম শতম তুঘরিক খরেষ্টী 21. কোনটি সাধু রীতির শব্দ? শুকনো বুনো অত্যন্ত জুতা 22. 'বচন' আলোচিত হয় - ধ্বনিতত্ত্বে রূপতত্ত্বে বাক্যতত্ত্বে অর্থতত্ত্বে 23. নিচের কোন ভাষায় বাংলা লিপি ব্যবহৃত হয়? সিন্ধি ওড়িয়া গুজরাটি ককবরক 24. 'বাগধারা' আলোচিত হয় - ধ্বনিতত্ত্বে রূপতত্ত্বে বাক্যতত্ত্বে অর্থতত্ত্বে 25. 'অষ্টাধ্যায়ী' কি ধরণের গ্রন্থ? শব্দকোষ বাক্যকোষ ব্যাকরণ গ্রন্থ অভিধান 26. উপমহাদেশের শ্রেষ্ঠ বৈয়াকরণিক - বেদব্যাস পণিনী কৌটিল্য নারায়ণ গঙ্গোপাধ্যায় 27. 'প্রতিশব্দ ও শব্দজোড়' আলোচিত হয় - ধ্বনিতত্ত্বে রূপতত্ত্বে বাক্যতত্ত্বে অর্থতত্ত্বে 28. কোন ব্যাকরণ গ্রন্থে প্রথম বাংলা হরফ মুদ্রিত হয়েছিল? Vocabolario em idioma Bengalla, e Potuguez dividido em duas partes A Grammar of the Bengali Language গৌড়ীয় ব্যাকরণ ব্যাকরণ কৌমুদী 29. বাংলা ব্যাকরণ প্রথম বাংলা টাইপ সহকারে রচনা করেন - মনোএল দ্য আসসুম্পসাঁও এন. বি. হ্যালহেড রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 30. ভাষার ছাদ - বানান শব্দ অর্থ বাক্য 31. ভাষার মৌলিক উপাদান - বর্ণ শব্দ অর্থ বাক্য 32. “Vocabolario em idioma Bengalla, e Potuguez dividido em duas partes” কত সালে প্রকাশিত হয়? ১৭৩৪ ১৭৩৭ ১৭৪৩ ১৭৮৭ 33. ভাষার ইট - ধ্বনি শব্দ বর্ণ ধ্বনিমূল 34. 'শব্দমুঞ্জুরী' কার রচনা? আহমদ শরীফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মুহাম্মদ হাবিবুর রহমান ড. মুহম্মাদ শহীদুল্লাহ 35. ভারতের জাতীয় সঙ্গীত কোন ভাষায় রচিত? হিন্দি বাংলা পাঞ্জাবি গুজরাটি Hint 36. শব্দতত্ত্বের আলচ্য বিষয় নয় কোনটি? অনুজ্ঞা ধাতু পদাশ্রিত নির্দেশক বর্গ ব্যঞ্জনা 37. কোনটি চলিত রীতি নয়? তুলা জোছনা সুতো হাত 38. ভাষার মূল উপাদান - ধ্বনি শব্দ অর্থ বাক্য 39. খরোষ্টী লিপি থেকে উদ্ভব হয়েছে কোন লিপির? ফরাসি আরবি বাংলা হিন্দি 40. উর্দু লিপি থেকে উদ্ভব হয়েছে কোন লিপি থেকে? ফরাসি আরবি ব্রাহ্মী খরোষ্ঠী 41. কোনটি চলিত রীতির শব্দ? রঙিন রঙ্গিন তহারা অপেক্ষা 42. শব্দতত্ত্বের আলচ্য বিষয় নয় কোনটি? অনুজ্ঞা শব্দ ব্যঞ্জনা পদাশ্রিত নির্দেশক পদ 43. উপসর্গ ও অনুসর্গ আলোচিত হয় - ধ্বনিতত্ত্বে রূপতত্ত্বে বাক্যতত্ত্বে অর্থতত্ত্বে 44. আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান কথ্য ভাষা কোনটি? হিন্দি গুজরাটি তামিল বাংলা 45. বাক প্রতঙ্গজাত ধ্বনির ক্ষুদ্রতম একক বা মৌলিক অংশকে কী বলে? ধ্বনি ধ্বনিমূল বর্ণ শব্দ 46. 'সমকালীন বাংলা ভাষার অভিধান' কার অবদান? আহমদ শরীফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আবু ইসহাক ড. মুহম্মাদ শহীদুল্লাহ 47. বাংলা ভাষা কোন ভাষা পরিবারের অন্তর্গত? ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবার দ্রাবিড় ভাষা পরিবার ভেটচীনীয় ভাষা পরিবার উত্তর ভারতীয় ভাষা পরিবার 48. সমাস ও কারক আলোচিত হয় - ধ্বনিতত্ত্বে রূপতত্ত্বে বাক্যতত্ত্বে অর্থতত্ত্বে 49. কোনটি সাধু রীতির শব্দ নয়? পূর্বেই জোসনা তুলো শুকনা 50. ভাষার বাহন - ধ্বনি শব্দ অর্থ বাক্য Time is Up! Time's up