রবীন্দ্রনাথ ঠাকুর

Estimated Reading Time: 34 Minutes

বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একধারে লেখক, কবি, নাট্যকার, ঔপন্যাসিক, গল্পকার, প্রাবন্ধিক, দার্শনিক, অভিনেতা ও শিক্ষাবিদ। বিবিসির বাংলা বিভাগ পরিচালিত জরিপে (২০০৪) সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় রবীন্দ্রনাথ ঠাকুর ২য় স্থান অর্জন করেন।

মাত্র ৮ বছর বয়স থেকে তিনি কবিতা রচনা শুরু করেন এবং মাত্র ১৩ বছর বয়সে (১৮৭৪ সালে) তার প্রথম কবিতা ‘হিন্দুমেলার উপহার’ অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত হয়। তিনি ৪টি গীতিপুস্তক, ৯টি ভ্রমণ কাহিনী, ১২টি উপন্যাস, ১৩টি চিঠিপত্রের বই, ২৯টি নাটক, ৫৬টি কাব্যগ্রন্থ, ১১৯টি ছোটগল্প এবং ২২৩২টি গান রচনা করেছেন। এছাড়া তার অঙ্কিত চিত্রাবলির সংখ্যা প্রায় দুই হাজার। নিজের আঁকা ছবিগুলোকে রবীন্দ্রনাথ ‘শেষ বয়সের প্রিয়া’ বলে আখ্যায়িত করেছেন। রবীন্দ্রনাথ নিজের লেখা ১৩টি নাটকে অভিনয় করেছেন। তিনি আর্জেন্টিনার নারী কবি ভিক্টোরিয়া ওকাম্পে-কে ‘বিজয়া’ নাম দেন ও নিজের ‘পূরবী’ কাব্য তাকে উৎসর্গ করেন।

উপাধি (দিয়েছেন)

  • বিশ্বকবি –  ব্রক্ষবান্ধব উপাধ্যায়
  • গুরুদেব– মহাত্মা গান্ধী
  • কবিগুরু – ক্ষিতিমোহন সেন
  • ভারতের মহাকবি– চীনা কবি চি-সি-লিন

ছদ্ম নাম (৯টি)

ভানুসিংহ ঠাকুর, অশপটচন্দ্র ভাস্কর, আন্নাকালী পাকড়াশী, দিকশূন্য ভট্টাচার্য, নবীনকিশোর শর্মন, ষষ্ঠীচরণ দেব শর্মা, বাণীবিনোদ বিদ্যাবিনোদ, শ্রীমতী কনিষ্ঠা, শ্রীমতী মধ্যমা।

সম্পাদিত পত্রিকা

  • ভারতী (১৮৯৪)
  • বঙ্গদর্শন (১৯০১)
  • তত্ত্ববোধিনী (১৯১১)
  • সাধনা (১৯১১)

পুরস্কার

নোবেল পুরস্কার: ১৯১৩ সালের নভেম্বরে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের জন্য প্রথম ভারতীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পান। ২০০৪ সালে নোবেল পুরস্কারটি শান্তি নিকেতন থেকে চুরি হয়ে যায়।

নাইট হুড/স্যার: ১৯১৫ সালে তৎকালীন বৃটিশ সরকার তাকে নাইটহুড উপাধি প্রদান করে। ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের প্রতিবাদে তিনি এ উপাধি ত্যাগ করেন।

ডি.লিট: কলকাতা বিশ্ববিদ্যালয় (১৯১৩), কাশী বিশ্ববিদ্যালয় (১৯৩৫), ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৩৬), অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (১৯৪০)।

প্রথম রচনা

  • কবিতা: হিন্দুমেলার উপহার (১৮৭৪)।
  • ছোটগল্প: ভিখারিনী (১৮৭৪)। প্রথম সার্থক ছোটগল্প ‘দেনাপাওনা’। রবীন্দ্রনাথ ঠাকুরকে বংলা ছোটগল্পের জনক বলা হয়।
  • কাব্য: বনফুল। এটি প্রথম প্রকাশিত কাব্য তবে গ্রন্থাকারে প্রকাশিত দ্বিতীয় গ্রন্থ/কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থটি তিনি লিখেছিলেন প্রকাশের চার বছর পূর্বে (১৮৭৬ সালে)। কবির বয়স তখন মাত্র ১৫ বছর। কিন্তু কাব্যগ্রন্থটি প্রকাশের সময় কবির বয়স ছিল ১৯ বছর।
  • কাব্যগ্রন্থ: কবি-কাহিনী (১৮৭৮)। প্রথম প্রকাশিত গ্রন্থ/কাব্যগ্রন্থ। ভারতী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
  • নাটক: বাল্মীকি প্রতিভা (১৮৮১)
  • গদ্যগ্রন্থ: য়্যুরোপ প্রবাসীর পত্র(১৮৮২)
  • উপন্যাসগ্রন্থ: বৌঠাকুরাণীর হাট (১৮৮৩)। প্রথম লেখা উপন্যাস ‘করুণা’, তবে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয় অনেক পরে। প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস ‘চোখের বালি’।
  • প্রবন্ধগ্রন্থ: বিবিধপ্রসঙ্গ(১৮৮৩)।
  • রচনা সংকলন: চয়নিকা।

কাব্যগ্রন্থ

রবীন্দ্রনাথ ঠাকুর মোট ৫৬টি কাব্যগ্রন্থ রচনা করেছেন। উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ-

কাব্যগ্রন্থতথ্য
প্রভাতসঙ্গীতএই গ্রন্থের উল্লেখযোগ্য কবিতা: নির্ঝরের স্বপ্নভঙ্গ। রবীন্দ্রনাথ ঠাকুর এ কবিতাটিকে তার সমস্ত কাব্যের ভূমিকা বলে উল্লেখ করেছেন।
মানসীএ কাব্যগ্রন্থকে রবীন্দ্রনাথের অনুবিশ্ব বলা হয়। উল্লেখযোগ্য কবিতা: নিষ্ফল কামনা, দুরন্ত আশা, মেঘদূত ইত্যাদি।
সোনার তরীউল্লেখযোগ্য কবিতা: সোনার তরী, নিরুদ্দেশ যাত্রা, হিং টিং ছট।
চিত্রাউল্লেখযোগ্য কবিতা: উৎসর্গ, খেয়া, বঙ্গমাতা।
চৈতালীউল্লেখযোগ্য কবিতা: খেয়া, সভ্যতার প্রতি, তপোবন ইত্যাদি।
কল্পনাকাব্যগ্রন্থটি তাঁর বন্ধু শ্রীশচন্দ্র মজুমদারকে উৎসর্গ করেন।
মহুয়াপ্রেমবিষয়ক কাব্যগ্রন্থ।
আরগ্যএ কাব্যগ্রন্থে কোন কবিতার নাম নেই। কবিতাগুলো সংখ্যাদ্বারা চিহ্নিত করা হয়েছে।
ক্ষণিক্যউল্লেখযোগ্য কবিতা: কবি, আষাঢ়, বিদায়, সেকাল ইত্যাদি।
গীতাঞ্জলি১৫৭টি গানের সংকলন (গানগুলো মূলত কবিতা)। ১৯১০ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। এর মূলসূর বিশ্বের বিশালতা থেকে উৎসারিত ঈশ্বরমুখী আধ্যাত্মবোধ। গ্রন্থটির ইংরেজি অনুবাদ song offerings (১৯১২) এর জন্য রবীন্দ্রনাথ ১৯১৩ সালে নোবেল পুরষ্কার লাভ করেন। song offerings এর ভূমিকা লিখেছিলেন ইংরেজ কবি W.B. Yeats.
বলাকাফরাসি দার্শনিক বার্গসের তত্ত্ব প্রয়োগে রচিত। গ্রন্থটি রবীন্দ্রনাথ ইংরেজ কবি উইলিয়াম পিয়ারসনকে উৎসর্গ করেন। উল্লেখযোগ্য কবিতা: বলাকা, সবুজের অভিযান, শাজাহানউল্লেখ্য ‘সাজাহান’ নামক ঐতিহাসিক নাটক লিখেছেন দ্বিজেন্দ্রলাল রায়।
পূরবীআর্জেন্টিনার কবি Victor Ocampo কে উৎসর্গ করেন।
কথা ও কাহিনীউইলিয়াম টডে গ্রন্থ ‘রাজস্থান’-র কয়েকটি আখ্যান অবলম্বনে রচিত কয়েকটি কবিতা আছে।
স্মরণস্ত্রীর মৃত্যুতে লেখেন।
পুনশ্চগদ্যছন্দে রচিত প্রথম ও সার্থক কাব্যগ্রন্থ।
উল্লেখযোগ্য কবিতা: শেষ চিঠি, ক্যামেলিয়া, বাঁশি ইত্যাদি।
পুত্রপুট
সেজুতি
শেষলেখামৃত্যুর পর প্রকাশিত রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ এর নামকরণ করে যান নি। উল্লেখযোগ্য কবিতা: তোমার সৃষ্টির পথ।

আজি এ প্রভাতে রবির কর,
কেমনে পশিল প্রাণের পর।

-রবীন্দ্রনাথ ঠাকুর। (নির্ঝরের স্বপ্নভঙ্গ)

কাব্যসংকলন

  • সঞ্চয়িতা – কবিতার সংকলন।
  • উৎসর্গ – ৪৬টি কবিতার সংকলন।
  • খেয়া – ৫০টি কবিতার সংকলন (জগদীশ চন্দ্র বসুকে উৎসর্গ করেন)।

উপন্যাস

মনে রাখার কৌশল

করুনা মালঞ্চ দুইবোন। তারা একে অপরের চোখের বালি। তাদের মধ্যে ঘরে বাইরে বিবাদ লেগেই থাকে। তাদের গ্রামের প্রধান যোগাযোগ মাধ্যম নৌকা। একদিন তারা নৌকাযোগে বউ ঠাকুরানীর হাটে যাওয়ার সময় নৌকাডুবি ঘটল। এক গোরা সাহেবের সাহায্যে তারা সেদিন প্রাণে বেঁচে গেল। সে তাদের এক রাজর্ষি ও তার চতুরাঙ্গ বাহিনীর গল্পের বই দিল। বইতে চার অধ্যায় ছিল। বইটির শেষের কবিতা-টি বিশেষভাবে আকর্ষনীয় ছিল।

সামাজিক উপন্যাস

  • করুনা
    • প্রথম লেখা অসমাপ্ত উপন্যাস।
    • ভারতী পত্রিকায় প্রকাশিত হত।
    • চরিত্র: মোহনী, মহেন্দ্র, রজনী।
  • নৌকাডুবি
    • বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হত।
    • উপজীব্য: সম্পর্কের জটিলতায় দ্বিধান্থিত মানুষ।
    • চরিত্র: রমেশ, হেমালিনী।
  • যোগাযোগ
    • মাসিক বিচিত্রা পত্রিকায় প্রকাশিত।
    • প্রথমে নাম ছিল ‘তিন পুরুষ’।
  • দুইবোন
    • উল্লেখযোগ্য চরিত্র: শশাঙ্ক, শর্মিলা, উর্মিলা।

রাজনৈতিক উপন্যাস

  • গোরা
    • রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম উপন্যাস।
    • গল্পের নায়ক গোরা সিপাহী বিপ্লবে নিহত এক আইরিস দম্পতির সন্তান। সে বড় হয় এক হিন্দু পরিবারে। তার বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে বিশ্বমানবে পরিণত হওয়াকে ঘিরের উপন্যাসটির কাহিনী আবর্তিত হয়েছে।
    • উল্লেখযোগ্য চরিত্র: গোরা, পরেশবাবু, সুচরিতা, পানুবাবু, ললিতা, বিনয়, আনন্দময়ী ইত্যাদি।
  • ঘরে বাইরে
    • চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস।
    • স্বদেশী আন্দোলনের পটভূমিকায় রচিত।
    • উল্লেখযোগ্য চরিত্র: নিখিলেশ, বিমলা, সন্দীপ
  • চার অধ্যায়
    • চরিত্র: অতীন, এলা, ইন্দ্রনাথ

রোমান্টিক উপন্যাস

  • শেষের কবিতা
    • উল্লেখযোগ্য চরিত্র: অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল প্রমুখ।
    • বিখ্যাত উক্তি: “ফ্যাসানটা হল মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী”
    • “কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও” – কবিতাটি উপন্যাসের শেষে রয়েছে।

ঐতিহাসিক উপন্যাস

  • রাজর্ষি
    • চরিত্র: গোবিন্দমাণিক্য রঘুপতি, নক্ষত্রকার।

অন্যান্য উপন্যাস

  • বৌঠাকুরানির হাট
    • রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস গ্রন্থ।
    • উপজীব্য: ইতিহাস নির্ভর কিন্তু ঐতিহাসিক উপন্যাস নয়।
    • রাজা প্রতাপাদিত্যের ঐতিহাসিক কাহিনী নিয়ে রচিত।
    • চরিত্র: বসন্তরঞ্জন রায়, উদয়াদিত্য, বিভা।
    • সংক্ষিপ্ত কাহিনী পড়ুন: বউ-ঠাকুরানীর হাট
  • চোখের বালি
    • সামাজিক-মনস্তাত্ত্বিক উপন্যাস। এটি বাংলা সাহিত্যে সর্বপ্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস ৷
    • উপন্যাসে চরিত্রগুলি হল: মহেন্দ্র, আশালতা,বিহারী,বিনোদিনী,রাজলক্ষ্মী,অন্নপূর্ণা।
    • নায়ক মহেন্দ্র তার মা রাজলক্ষ্মীর প্রথম অনুরোধে বিনোদিনী কে বিবাহ করে না। কিন্তু পরে তার কাকীর অনুরোধে আশাকে বিয়ে করে। কিন্তু আশাকে বিয়ে করে সে তার মা কাকী ও পুরাতন বন্ধু বিহারী কে ভুলে যায় । শেষে নানা বাধা বিঘ্ন শেষে আবারও ফিরে আসে।
    • সংক্ষিপ্ত কাহিনী পড়ুন: চোখের বালি (১৯০৩)
  • চতুরঙ্গ
  • মালঞ্চ
  • প্রজাপতির নিবন্ধ
    • একটি হাস্যরসাত্মক উপন্যাস।
    • চিরকুমার সভা নামে এই উপন্যাসের নাট্যরূপটি প্রকাশিত হয়।

নাটক

  • বিসর্জন
    • অমিত্রাক্ষর ছন্দে রচিত।
    • উদার ধর্মবোধ ও সংকীর্ণ ধর্মীয় বিশ্বাসের মধ্যে দ্বন্দ এর প্রধান উপকরণ।
    • উল্লেখযোগ্য চরিত্র: রঘুপতি, জয়সিংহ, অপর্ণা, গুণবতী, গোবিন্দমাণিক্য।
  • রাজা
  • ডাকঘর
  • অচলায়তন
  • প্রায়শ্চিত্ত
    • এটি একটি ঐতিহাসিক নাটক।
  • চিরকুমার সভা
    • এটি কৌতুকধর্মী সামাজিক নাটক।
  • রক্তকবরী
  • কালের যাত্রা
    • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেন।
  • তাশের দেশ
    • নেতাজী সুভাষ চন্দ্র বসুকে উৎসর্গ করেন।

নৃত্যনাট্য: চণ্ডালিকা শ্যামা চিত্রাঙ্গদাকে সাথে নিয়ে তাসের দেশে নটীর পূজামায়ার খেলা দেখতে গেল।

প্রহসন: বৈকুণ্ঠের খাতা শেষ রক্ষা পেল না গোড়ায় গলদ থাকায়, এটা পড়ে হাস্যকৌতুকের সৃষ্টি হলো চিরকুমার সভায়

ছোটগল্প

রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ছোটগল্পের জনক বলা হয়। উল্লেখযোগ্য রচনা-

  • ভিখারিনী
    • প্রথম প্রকাশিত ছোটগল্প।
  • ছুটি
    • উল্লেখযোগ্য চরিত্র: ফটিক।
  • হৈমন্তী
    • উল্লেখযোগ্য চরিত্র: হৈমন্তী, অপু, গৌরীশঙ্কর।
  • পোস্টমাস্টার
    • উল্লেখযোগ্য চরিত্র: রতন।
  • দেনাপাওনা
    • বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প।
  • খোকাবাবুর প্রত্যাবর্তন
    • উল্লেখযোগ্য চরিত্র: রাইচরণ।
  • কাবুলিওয়ালা
    • উল্লেখযোগ্য চরিত্র: রহমত, খুকি।
  • ক্ষুধিত পাষাণ
  • কঙ্কাল
  • জীবিত ও মৃত
    • উল্লেখযোগ্য চরিত্র: কদম্বিনী
  • শাস্তি
  • শেষ কথা
  • নষ্টনীর
    • এটি ছোটগল্পধর্মী উপন্যাস।
  • সমাপ্তি
  • দুরাশা
  • মাস্টার মশাই
  • ল্যাবরেটরি
    • রবীন্দ্রনাথের শেষ ছোটগল্প।

রবীন্দ্রনাথের অসাধারণ ছোটগল্পগুলো সংকলিত আছে ‘গল্পগুচ্ছ‘ গ্রন্থে। গ্রন্থটিতে ৪টি খণ্ডে ৯৫টি গল্প আছে।

প্রবন্ধগ্রন্থ

  • কালান্তর
    • ভারত বর্ষের রাজনৈতিক সমস্যা বিষয়ক প্রবন্ধ।
  • পঞ্চভূত
  • বিচিত্র প্রসঙ্গ
  • সাহিত্য
  • শিক্ষা
  • মানুষের ধর্ম
  • সভ্যতার সংকট
    • রবীন্দ্রনাথের সর্বশেষ গদ্যরচনা।
    • “মানুষের উপর বিশ্বাস হারানো পাপ” – উক্তিটি এ গ্রন্থের অন্তর্গত।

ভ্রমণ কাহিনী

মনে রাখার কৌশল: য়ুরোপ প্রবাসীর পত্র আর রাশিয়ার চিঠি পড়ে জাপান যাত্রী পারস্যে রওয়ানা দিল।

  • যুরোপ প্রবাসীর পত্র
  • যুরোপ প্রবাসীর ডাইরি
  • জাপন যাত্রী
  • রাশিয়ার চিঠি
  • পারস্যে

পত্র সংকলন

  • ছিন্নপত্র
    • ভাতিজি ইন্দিরা দেবীকে লেখা চিঠি এর সমাহার।
  • ভানুসিংহের পত্রাবলী
  • পথে ও পথের প্রান্তে

আত্মজীবনীমূলক গ্রন্থ

  • জীবনস্মৃতি
    • বাল্যকাল থেকে ২৫ বছর বয়স পর্যন্ত সময়ের বর্ণনা আছে।
  • চরিত্রপূজা
  • ছেলেবেলা

আরও গ্রন্থ

  • শব্দতত্ত্ব
    • ধ্বনিবিজ্ঞানের ওপর লেখা।
  • বিশ্বপরিচয়
    • বিজ্ঞানবিষয়ক গ্রন্থ।

উৎসর্গ

গ্রন্থ উৎসর্গ
বৌঠাকুরানীর হাট (উপন্যাস)সৌদামিনী দেবী (রবীন্দ্রনাথের ভগ্নি)
খেয়া (কাব্যগ্রন্থ)জগদীসচন্দ্র বসু
বসন্ত (গীতিনাট্য)কাজী নজরুল ইসলাম
পূরবী (কাব্যগ্রন্থ)ভিক্টোরিয়া ওকম্পে
কালের যাত্রা (নাটক)শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
তাসের দেশ (নাটক)সুভাষচন্দ্র বসু
আকাশ প্রদীপ (কাব্যগ্রন্থ)সুধীন্দ্রনাথ দত্ত

ব্যক্তিজীবন

২৫ বৈশাখ ১২৬৮ বা ৭ মে ১৮৬১ রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পরিবারের বংশের নাম পিরালি ব্রাহ্মণ এবং পারিবারিক উপাধি কুরাশী। তার পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা দেবী। তিনি তার পিতা-মাতার চতুর্দশতম সন্তান (১৫ সন্তানের মধ্যে) এবং অষ্টম পুত্র। ১৮৭৮ সালে মাত্র ১৭ বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর ব্যারিস্টারি পড়ার জন্য বিলেত যান। ১৮৭৯ সালে ব্যারিস্টারি পড়া অসম্পূর্ণ রেখে ফিরে আসেন। ১৮৮৩ সালে ২২ বছর বয়সে ভবতাবিনী দেবীকে বিয়ে করেন এবং বিয়ের পর স্ত্রীর নাম রাখেন মৃণালিণী দেবী। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর রাজা রামমোহন রায়ের সাথে যৌথভাবে ‘ব্রাহ্ম সমাজ’ প্রতিষ্ঠা করেন। রবীন্দ্রনাথ ১৮৮৪ সালে ব্রাহ্ম সমাজের দায়িত্ব গ্রহণ করেন। ১৯০১ সাল থেকে তিনি শান্তি নিকেতনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ১৯০২ সালে তার স্ত্রী মৃণালিণী দেবী মারা যান। রবীন্দ্রনাথ শান্তি নিকেতনে ‘ব্রক্ষচার্যশ্রম’ নামে একটি আবাসিক বিদ্যালয় স্থাপন করেন। পরবর্তীতে বিদ্যালয়টি ১৯২১ সালে ‘বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়’-এ পরিণত হয়। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের মাটির ঘরের নাম ছিল ‘শ্যামলী’। এ নামে তার একটি কাব্যগ্রন্থ নামকরণ করা হয়েছে।

বাংলাদেশে রবীন্দ্রনাথ

রবীন্দ্রনাথ ২বার ঢাকায় আসেন ( ১৮৯৮ ও ১৯২৬)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন ১৯২৬ সালে। এসময় কার্জন হলে রাখা তার ১ম বক্তৃতার নাম The Meaning of Art এবং ২য় বক্তৃতার নাম The Rule of the Giant. ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন মুসলিম বর্তমান সলিমুল্লাহ হলের ছাত্ররা ১৯২৬ সালে ১০ ফেব্রুয়ারি “আশীর্বাদ কর – তোমার স্মৃতি যেন তরুণ এই মুসলিম হলের অন্তরে চিরদিন রস ও নবনব কর্মপ্রেরণা সঞ্চার করে” রবীন্দ্রনাথকে এই প্রার্থনাটি করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্রদের অনুরোধে রবীন্দ্রনাথ গীতিকবিতা বাসন্তিকা রচনা করেছিল।

আরও তথ্য

  • প্রভাতসঙ্গীত কাব্যগ্রন্থের একটি উল্লেখযোগ্য কবিতা ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’। মানসী কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা ‘নিস্ফল কামনা’
  • শেষকথা রবীন্দ্রনাথের ছোটগল্প ও শেখ লেখা কাব্য গ্রন্থ এবং শেষের কবিতা উপন্যাস।
  • ‘কেন’ নবজাতক কাব্যগ্রন্থের একটি উল্লেখযোগ্য কবিতা।
  • ‘স্ফুলিঙ্গ’ কাব্যগ্রন্থের অনেক কবিতা বিভিন্ন ব্যক্তির স্বাক্ষর সংগ্রহের খাতা থেকে সংগৃহিত। রবীন্দ্রনাথ স্বাক্ষর করার সময় একটি করে কবিতা লিখে সেখানে স্বাক্ষর করেছেন।
  • মারা যাওয়ার পরে প্রকাশিত গ্রন্থ – শেষ লেখা (১৯৪১) এবং ছড়া (১৯৪১)।
  • রবীন্দ্রনাথকে ক্রিসেন্ট মুন সোসাইটি “চু চেন তান” নাম দিয়েছিলেন। এটি তার চৈনিক নাম।
  • প্রথম জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর অনুসারী ছিলেন – বিহারীলাল চক্রবর্তীর।
  • আধুনিক বাংলা সাহিত্যের একমাত্র পদাবলি রচয়িতা – রবীন্দ্রনাথ ঠাকুর (ভানুসিংহ ঠাকুরের পদাবলি)।
  • রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাকে শিক্ষার মাধ্যম করার প্রস্তাব দেন যে প্রবন্ধের মাধ্যমে তার নাম – শিক্ষার হেরফের (১৮৯২)।
  • জীবনের শেষদিকে মৃত্যুচেতনা রবীন্দ্রনাথ ঠাকুরকে মাঝে মাঝেই আচ্ছন্ন করে রেখেছিল – এর প্রতিফলন ঘটে তাঁর যে কাব্যে = প্রান্তিক কাব্যগ্রন্থে।
  • মোহনদাস করমচান্দ গান্ধী-কে রবীন্দ্রনাথ ঠাকুর উপাধি দেন- ‘মহাত্মা’।
  • রবীন্দ্রনাথ ঠাকুরকে মহাত্মা গান্ধী উপাধি দেন – গুরুদেব।
  • বাংলা সাহিত্যের ১ম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী- রবীন্দ্রনাথের বোন।
  • রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম গ্রামীন ক্ষুদ্রঋণ ও গ্রাম উন্নয়ন প্রকল্প প্রতিষ্ঠা করেন। এ জন্য তিনি পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে আমেরিকার আরবানায় ইলিয়ন বিশ্ববিদ্যালয়ে পাঠান কৃষি ও পশুপালন বিদ্যায় প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা গ্রহণ করতে।
  • ‘বঙ্গভঙ্গ বিক্ষোভ’ প্রামান্য চিত্রের পরিচালক – রবীন্দ্রনাথ
  • ১৮৯২ সালে রবীন্দ্রনাথ কলকাতা থেকে কুষ্টিয়ার শিলাইদহ আসেন এবং একটি কাব্য রচনা করেন তার নাম -সোনার তরী
  • লালনের গান সর্বপ্রথম সংগ্রহ করেন – রবীন্দ্রনাথ (২৯৮টি)।
  • হিন্দু -মুসলমানদের মিলনের লক্ষ্যে রবীন্দ্রনাথ সূচনা করেন – রাখিবন্ধন উৎসবের।
  • রবীন্দ্রনাথ কাজী নজরুলকে উৎসর্গ করেন -বসন্ত (গীতিনাট্য ) এবং নজরুল রবীন্দ্রনাথকে – সঞ্চিতা।
  • ১৯০৫ সালের বঙ্গভঙ্গের বিরুদ্ধাচারণ করে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গান – ‘বাংলার মাটি বাংলার জল।’
  • রবীন্দ্রনাথ ঠাকুর মারা যান- ১৯৪১ সালের ৭ই আগস্ট (বাংলা ১৩৪৮ বঙ্গাব্দের ২২ এ শ্রাবণ)।
28

রবীন্দ্রনাথ ঠাকুর

বিগত সালের প্রশ্ন

1 / 40

রবীন্দ্রনাথ ঠাকুরের 'শেষের কবিতা' উপন্যাসে কোন ভাষাবিদের নাম পাওয়া যায়?

2 / 40

'শেষের কবিতা' কি?

3 / 40

'শেষের কবিতা' রবীন্দ্রনাথের রচিত?

4 / 40

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস?

5 / 40

নিম্নের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?

6 / 40

'বাংলার মাটি বাংলার জল' সনেটটি কার রচনা?

7 / 40

রবীন্দ্রনাথ ঠাকুরের 'শা-জাহান' কবিতাটি তার কোন কাব্যে স্থান পেয়েছে?

8 / 40

রবীন্দ্রনাথ ঠাকুরের 'উর্বশী' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?

9 / 40

'বিদায় অভিশাপ' কবিতাটি কার লেখা?

10 / 40

ভানুসিংহ ঠাকুরের পদাবলী'র ভাষা-

11 / 40

'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' এর রচয়িতা কে?

12 / 40

পদাবলী লিখেছেন-

13 / 40

'সঞ্চয়িতা' কোন কবির কাব্য সংকলন ?

14 / 40

রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি?

15 / 40

হিং টিং ছট কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?

16 / 40

রবীন্দ্রনাথের সোনার তরী কোন ছন্দে রচিত?

17 / 40

সোনার তরী কাব্যের লেখক কে?

18 / 40

স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ রচনা করেন-

19 / 40

কোন কবিতা হতে রবীন্দ্রনাথ গদ্যরীতিতে কবিতা লেখা শুরু করেন?

20 / 40

রবীন্দ্রনাথের পুনশ্চ কোন ধরনের গ্রন্থ?

21 / 40

'খেয়া' রবীন্দ্রনাথের একটি?

22 / 40

কোনটি কাব্যগ্রন্থ?

23 / 40

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

24 / 40

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমার সোনার বাংলা কবিতার প্রথম কত লাইন বাংলাদেশের জাতীয় সংগীত রূপে নেওয়া হয়েছে?

25 / 40

রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটি কবে থেকে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করা হয়েছে?

26 / 40

কোন কবি এককভাবে তিনটি দেশের জাতীয় সংগীত রচনা করেছেন?

27 / 40

আমাদের জাতীয় সংগীত 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি' এই গানের সুর রবীন্দ্রনাথ কোন ধরনের সুর থেকে নিয়েছে?

28 / 40

ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম?

29 / 40

রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কোন সনে?

30 / 40

'Gitanjali' of Rabindranath Tagore was translated by - 

31 / 40

গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের নাম কী?

32 / 40

রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?

33 / 40

রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন?

34 / 40

বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন?

35 / 40

কবি রবিঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কোন জেলায় ?

36 / 40

রবীন্দ্রনাথ 'নাইট' উপাধি ত্যাগ করেন কোন সালে?

37 / 40

রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল -

38 / 40

ঠাকুর পরিবারের আসল পদবি ছিল-

39 / 40

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন বাংলা - 

40 / 40

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম -

Your score is

The average score is 75%

0%

আরও পোস্ট

Leave a Reply