Subject Verb Agreement

Estimated Reading Time: 36 Minutes

বাক্যকে অর্থবহ করে তুলতে হলে বাক্যের subject ও verb-কে number অনুযায়ী একে অপরের সাথে খাপ খাওয়াতে হয়। Subject এর number ও person অনুযায়ী verb-এর সঠিক ব্যবহারের জন্য subject verb agreement এর rules-গুলো জানা জরুরী। উল্লেখ্য, বাক্যে শুধুমাত্র subject-ই verb-কে প্রভাবিত করতে পারে।

Note

Plural verb এর সাথে কখনও s/es যুক্ত হয় না।

Commonly used rules

Subject-Verb Agreement এর অনেক নিয়ম আছে, কিন্তু লক্ষ্য করলে দেখবেন যে একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত।

Basic Rule: Subject এবং verb উভয়ই singular অথবা plural হতে হবে। অর্থ্যাৎ singular subject (he, Bill, car etc.) এর সাথে singular verb (is, goes, shines etc.) এবং plural subject এর সাথে plural verb বসবে।

উদাহরণ: The list of items is/are on the desk. এখানে The list of items হল singular subject. তাই এর সাথে singular verb “is” বসবে। সুতরাং সঠিক বাক্য The list of items is on the desk. অনুরূপ –

  • The dog growls when he is angry.
  • The dogs growl when they are angry.
  • He eats rice.
  • They eat rice.

Basic rule এ ব্যতিক্রম:

> The first person ‘I’ plural verb গ্রহণ করে। যেমন: I go, I drive etc.

Rule-2: দুইটি singular subject যখন or, either-or, বা neither-nor দ্বারা সংযুক্ত থাকে, তখন singular verb ব্যবহৃত হয়। যেমন: 

  • My brother or my sister is coming today.
  • Either Mou or Akash is trying to buy the smartphone.
  • Neither Asif nor Abir is going to Chittagong.

উল্লেখ্য কোন বাক্যে or, either/or, বা neither/nor থাকলে, verb নিকটবর্তী noun বা pronoun-কে অনুসরণ করে। যেমন: Either you or he has gone to the party. এখানে verb ‘has’ নিকটবর্তী pronoun ‘he’ অনুসারে বসেছে। অনুরূপ-

  • Neither she nor I have attended the meeting.
  • Neither she, her friends, nor I am going to the competition.

Rule-3: দুই বা ততোধিক subject যদি and দ্বারা যুক্ত থাকে তখন plural verb ব্যবহৃত হয়। যেমন: The cow and the pig are jumping over the moon. এখানে ‘The cow’ ও ‘the pig’ subject-গুলো দ্বারা দুটি ভিন্ন প্রাণী নির্দেশ করছে যাদের উক্ত বাক্যে and দ্বারা যুক্ত করা হয়েছে। অনুরূপভাবে

  • I, you and Marsha are going to attend the party.
  • My uncle, aunt, and cousin are coming to visit our village.

কিন্তু দুই বা ততোধিক subject যদি and দ্বারা যুক্ত থাকে এবং একক ব্যক্তি বা একটি বস্তুকে নির্দেশ করে তখন singular verb বসে। যেমন: Fried rice and chicken is his favorite. এখানে Fried rice and chicken যৌথভাবে একক খাবার নির্দেশ করেছে, তাই verb টি singular.

Bread and butter is a popular weekend breakfast.

উল্লেখ্য, and দ্বারা যুক্ত দুই বা ততোধিক singular noun এর প্রত্যেকটির পূর্বে Each, Every, বা No থাকলেও verb টি singular হয়। যেমন: Every man, woman and child on the island has suffered the effects of the fuel shortage.

Rule-4: দুটি plural subject যদি “and”, “or”, “nor”, “neither-nor”, “either-or” এবং “not only-but also” দ্বারা সংযুক্ত থাকে তাহলে verb-ও plural হবে। যেমন: Not only teachers but also students are requested to participate the event.

Rule-5: Subject সাধারণত prepositional phrase এর আগে বসে। যেমন:

Incorrect: A bunch of roses are spreading the beauty of this stage.
Correct: A bunch of roses is spreading the beauty of this stage.

অর্থ্যাৎ সাধারণত of যুক্ত Phrase এর পূর্বে বাক্যের subject থাকে এবং সেই subject অনুসারের verb এর form নির্ধারণ করতে হয়। যেমন: 

Incorrect: A bouquet of yellow roses lend color and fragrance to the room.
Correct: A bouquet of yellow roses lends color and fragrance to the room. (bouquet lends, not roses lend)

Subject এর সাথে preposition দিয়ে যে শব্দ বা শব্দসমষ্টি যুক্ত থাকে তারা কখনোই verb এর ওপর কোনো প্রভাব ফেলে না। যেমন: The prices of rice are rising.

Rule-6: কোন বাক্য যদি there অথবা here দিয়ে শুরু হয় তাহলে বাক্যের subject টি সাধারণত verb এর পরে থাকে এবং সে অনুযায়ী verb ব্যবহৃত হয়। এক্ষেত্রে subject চিহ্নিত করাটা জরুরি। যেমন: There is a problem with this experiment. এখানে subject হল ‘a problem’ (singular) এবং verb হল ‘is’ (singular). অনুরূপ – 

  • Here are the pens you wanted.

বাক্যের শুরুতে adjective থাকলেও এরূপ নিয়ম প্রযোজ্য হয়। যেমন:  Sweet are the uses of adversity. এখানে subject হল ‘the uses’ এবং এটি plural হওয়ায় plural verb ‘are’ ব্যবহৃত হয়েছে। অনুরূপ – 

  • Loud were the cries of the victim.

আবার প্রশ্নবাচক বাক্যেও subject সবসময় verb আগে আসে না। এধরণের বাক্যেও subject  সঠিকভাবে সনাক্ত করা গুরুত্বপূর্ণ। যেমন: 

  • Where are the pieces of this puzzle?
  • Where is the key I left on the desk?

অর্থ্যাৎ subject চিহ্নিত করাই কিছু ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

Rule-7: যদি each, every, no শব্দগুলোর যে কোন একটি subject এর পূর্বে বসে তবে Verb টি singular হবে। যেমন:

  • No smoking is allowed.
  • Each of the girls is showing their ID cards.

Rule-8: যদি কোন বাক্য “some”, “half”, “none”, “more” বা “all” একটি prepositional phrase এর পূর্বে থাকে তবে Verb টি preposition phrase -টির object এর উপর ভিত্তি করে বসাতে হবে। যেমন: Some of the boys were present. এখানে ‘of the boys’ হল prepositional phrase. তাই verb ‘were’ নির্ধারিত হয়েছে prepositional phrase এর object ‘boys’ অনুযায়ী। অনুরূপ –

  • All of the girls were very cute.
  • None of the girls was present in the class.

Rule-9: বাক্যে পরিমাপ এবং সময়ের ক্ষেত্রে singular verb ব্যবহৃত হয়। যেমন:

  • Five liters of water is needed to prepare the food.
  • Twenty hours is required to make the boiler.

Rule-10: Subject যদি “everyone”, “everybody”, “none” or “nobody” হয় তাহলে verb এর singular form হবে। যেমন:

  • Everybody is welcome here.
  • Everyone likes to be rewarded.
  • Nobody comes home.
  • None is perfect.

Rule-11: Subject যদি “few”, “all”, “many”, “both”, “several”, এবং “some” হয় তাহলে verb, plural form হবে। যেমন: All are requested to take the seat.

Rule-11: বাক্যে subject যদি gerund অথবা infinitive হয় তাহলে verb এর singular form হবে। যেমন:

  • To stand under the tree during an earthquake is not safe.
  • Doing a morning walk is very good for health and blood circulation.

Rule-12: herd, Senate, class, crowd থাকলে verb এর singular form হয়। সাধারণত Collective noun-গুলোর ক্ষেত্রে verb এর singular form-ই হয়। যেমন: The class is canceled.

Rule-13: Subject যদি কোন বই, দেশ, বিষয়ের নাম বা মুভির নাম হয় তাহলে verbটি সর্বদাই singular form হবে। যেমন:

  • Hajar Bochor Dhore is a novel written by Jahir Raihan.
  • Doob is a movie made by Mostafa Sarwar Faruki.
  • The United States of America is a rich country.
  • Galliver’s travels is wonderful to read.
  • Physics is a difficult subject.

Rule-14: বাক্যে যদি একটি positive এবং একটি negative subject থাকে, এবং একটি singular ও অপরটি plural form হয় তাহলে verb, positive subject কে follow করবে। যেমন:

  • Not the villagers but the chairman tries to do good for the village.
  • The villagers but not the chairman try to do good for the village.

Rule-15: One of, Any of, Each of, Either of, Neither of যদি subject হিসেবে ব্যবহৃত হয় তবে এদের পরের noun টি plural এবং verbটি singular হবে। যেমন: At least one of the students gets full marks every time. এখানে noun ‘students’ plural এবং verb ‘gets’ singular.

অন্যান্য ও ব্যতীক্রম:

One and a half + plural noun + plural verb (কিছু ক্ষেত্রে singular) ব্যবহৃত হয়। যেমন: One and a half hours is a long time.

Subject + verb + one of + plural noun + who/that + plural verb. যেমন: He is one of the employees who work regularly.

Subject + verb + the only one of + plural noun/pronoun + who/that + singular verb. যেমন: He is the only one of the applicants who is fully qualified for the position.

Rule-16: লবে এক ব্যতীত সকল ভগ্নাংশ plural হয়। যেমন: One third, one-fifth ইত্যাদি singular, কিন্তু two-thirds, Three-fourths ইত্যাদি plural. Fraction যুক্ত বাক্যের format –

Fraction/Percent + of + uncountable/singular noun + singular verb
Fraction/Percent + of + plural noun + plural verb

যেমন: Three-fourths of the work has been done. এখানে ভগ্নাংশের লবে ১ নাই (৩ আছে) তাই Three-fourth না হয়ে Three-fourths হয়েছে এবং the work uncountable noun হওয়ায় verb (“has been”) টিও singular হয়েছে। অনুরূপভাবে-

  • Two-thirds of the children were present at the function.
  • Fifty percent of the land is cultivated.

Rule-17: If, wish এর পরে subject এর number ও person যাই থাকুক সর্বদা were ব্যবহৃত হয়। যেমন: If I were a king!

Rule-18: একই ব্যক্তি দুটি পদবীর অধিকারী হলে শুধুমাত্র প্রথম পদবীর পূর্বে The বসে এবং verb টি singular হয়। যেমন: 

  • The headmaster and chairman was present in the last meeting. (দুটি একই ব্যক্তি)
  • The headmaster and the chairman were present in the last meeting. (দুটি ভিন্ন ব্যক্তি)

Rule-19: The + Adjective দ্বারা plural common noun নির্দেশ করে। সুতরাং এর পর plural verb ব্যবহৃত হবে। যেমন: 

  • The virtuous are always happy.
  • The poor are born to suffer.
  • The poor suffer much in winter. (Plural verb এর সাথে কখনও s/es যুক্ত হয় না।)

Rule-20: With, along with, together with, as well as, accompanied with/by, in addition to, and not, but, except ইত্যাদি দ্বারা যুক্ত একাধিক noun/pronoun থাকলে প্রথম noun/pronoun অনুসারে verb এর form নির্ধরিত হয়। যেমন: My parents as well as I were present there. এখানে subject ‘My parents’ plural হওয়ায় verb টিও (“were”) plural হয়েছে।

Rule-21: Either – or, Neither – nor, Not only – but also যুক্ত বাক্যে একাধিক subject থাকলে verb টি নিকটতম  subject এর number ও person অনুযায়ী হয়। যেমন: Neither the moon nor the stars were visible last night. এখানে দুটি subject ‘the moon’ এবং ‘the stars’. নিকটতম subject ‘the stars’ plural হওয়ায় verb টিও (“were”) plural হয়েছে।

Rule-22: Many a/an + singular noun + singular verb হয়। যেমন: Many a student wastes his/her time in idleness.

Rule-23: Time, Distance, Weight, Length, Money এদের এককের সমষ্টি দেখতে plural হলও যখন উক্ত সমষ্টিকে একটি unit হিসেবে ধরা হয় তখন সেখানে singular verb ব্যবহৃত হয়। যেমন:

  • Ten thousand dollars is a lot of money.
  • Twenty years have passed since my father died
  • Taka five lakhs is a good amount.

Rule-24: Relative pronoun subject হিসেবে ব্যবহৃত হলে তার পরবর্তী verb টি ঐ Relative pronoun এর Antecedent এর number ও person অনুযায়ী হয়। যেমন: It is you who are to blame. এখানে Antecedent হল ‘you’.

Rule-25: More than one + singular noun + singular verb & More than two/three/… + plural noun + plural verb. যেমন: More than two people were killed.

Rule-26: A number of + plural noun + plural verb. যেমন: A number of refugees have been turned back at the border.

but, The number of + plural noun + singular verb. যেমন: The number of boys present in the function was satisfactory.

আবার, There / Here + singular verb + a number of + plural noun. যেমন: There is a large number of boys in his class.

11

Subject Verb Agreement

বিগত সালের প্রশ্ন

1 / 37

Bread and butter ____ my favorable food.

2 / 37

I ____ the 9th letter of English alphabet.

3 / 37

If I ____ a king!

4 / 37

Two and two ____ four.

5 / 37

It is I who ____ to blame.

6 / 37

Telling lies ____ a great sin.

7 / 37

It is you who ____ to blame.

8 / 37

My parents as well as I ____ present there.

9 / 37

Ill news ___ apace.

10 / 37

Choose the correct sentence.

11 / 37

'Subject-Verb-Agreement' refers to-

12 / 37

The cautious ____ not always cowards.

13 / 37

Each of the students who filled out the admission form ____ the test.

14 / 37

The poor ____ much in winter.

15 / 37

Physics ____ a difficult subject.

16 / 37

A basket of rotten oranges ____ thrown away.

17 / 37

Cofee and tea ____ now-a-days offered as alternative.

18 / 37

The decoration of the new office block, including the furniture and curtains, ____.

19 / 37

The headmaster and the principle ____ present in the last meeting.

20 / 37

A number of refugees ____ been turned back at the border.

21 / 37

Galliver's Travels ____ wonderful to read.

22 / 37

Neither Sharmin, nor her friend ____ present last week.

23 / 37

Choose the correct sentence.

24 / 37

The memoranda ____ not important.

25 / 37

The dangers of a storm ____ torrential rains, high winds and storm surges.

26 / 37

Sweet ____ the uses of adversity.

27 / 37

Every boy and each girl ____ with a new dress.

28 / 37

There ____ twelve months in a year.

29 / 37

The verb agrees with subject in -

30 / 37

Joe is one of the boys who ____ on time.

31 / 37

Ten thousand dollars ____ a lot of money.

32 / 37

Loud ____ the cries of the victim.

33 / 37

The number of students seeking admission ____.

34 / 37

Where ____ all the boys _____?

35 / 37

Many a man ____ succumbed to such temptation.

36 / 37

The prices of rice ____ rising.

37 / 37

Three-fourths of the work ____ finished.

Your score is

The average score is 62%

0%

More Posts

English Language & Literature Archive

Leave a Reply