The Neoclassical Period (1660-1798)

Estimated Reading Time: 22 Minutes

এ যুগের অন্য নাম Psedo-classical period. এছাড়া এ যুগ The enlighten period নামেও পরিচিত। Classical literature বলতে প্রাচীন গ্রিক-রোমান সাহিত্যকে বোঝায়। এ যুগের লেখকরা প্রাচীন গ্রিক-রোমান সাহিত্যধারার অনুকরণে সাহিত্য রচনা করেছিলেন বলে একে Neoclassical Period যুগ বলা হয়। এ যুগকে ৩ ভাগ করা হয়েছে। যথা-

  • The Restoration Period (1660-1700)
  • The Augustan Period (1700-1745) &
  • The Age of Sensibility (1745-1785 or 1798)

The Restoration Period (1660-1700)

১৬৪৯ সালে রাজা প্রথম চার্লসকে হত্যার মধ্য দিয়ে ইংল্যান্ডে সাময়িকভাবে রাজতন্ত্র বিলুপ্ত হয়েছিল। ১৬৬০ সালে প্রথম চার্লসের পুত্র দ্বিতীয় চার্লস ইংল্যান্ডের সিংহাসনে আরোহনের দিয়ে রাজতন্ত্রের পুনরুত্থান (Restoration) হয়। এ যুগের খ্যাতিমান কবি John Dryden এর নামাণুসারে একে Age of Dryden-ও বলা হয়।

John Milton (1608-1674)

তিনি একজন কবি ও বুদ্ধিজীবী। তিনি ইংল্যান্ডের কমনওয়েলথের কাউন্সিল অফ স্টেটের অধীনে এবং পরে অলিভার ক্রমওয়েলের অধীনে সিভিল সার্ভেন্ট হিসাবে কাজ করেছেন। John Milton Epic Poet নামে খ্যাত। মাত্র ৮ বছর বয়স থেকে দৃষ্টিশক্তি হারাতে শুরু করেন। তার লেখায় এর প্রভাব পরেছে।

Epics

  • Paradise Lost: Blank Verse বা মুক্তক ছন্দে রচিত মহাকাব্য। এতে মানুষের প্রতি স্রষ্টার দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে।
  • Paradise Regained

এ দুটি মহাকব্য তিনি অন্ধ অবস্থায় লিখেছিলেন।

Elegies (শোকগীতি)

  • Lycidas: কবির বন্ধু Edward King এর মৃত্যুকে অবলম্বন করে লেখা।
  • Song on Shakespeare

Poetic Drama

  • Samson Agonistes: এটি একটি ট্রাজেডি।
  • Comus

Sonnets

  • On the Blindness
  • On the Late Massacre

Prose

  • Areopagitica
    • এটি সংবাদপত্রের স্বাধীনতা বিষয়ক একটি গদ্যগ্রন্থ। প্রাক-প্রকাশনা সেন্সরশিপের নিন্দায় লিখিত তাঁর বিখ্যাত এ গ্রন্থটি বাক স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী এবং আবেগপ্রবণ গ্রন্থ।

Famous Quotes

  • Better to reign in Hell than serve in Heaven. – Satan/Lucifer, paradise lost
  • A mind not to be changed by place or time. The mind is its own place, and in itself Can make a heav’n of hell, a hell of heav’n. – Satan/Lucifer, paradise lost
  • Awake, arise or be for ever fall’n – paradise lost
  • Childhood shows the man as morning shows the day – Paradise Regained.

John Dryden (1631-1700)

Father of Modern English Criticism নামে খ্যাত। Shakespeare এর The Tempest নাটককে ব্যঙ্গ করে তিনি The Enchanted Island নাটকটি রচনা করেন।

Works

  • All for Love
  • Absalom and Achitophel
  • The Indian Emperor
  • Mac Flecnoe

Quotes

  • They think too little who talk too much
  • We first make our habits then habits make us
  • Jealousy is the proof of love

William Congreve (1670-1729)

বিখ্যাত নাটক The way of the world রচনা করেন।

John Locke

Father of modern democracy নামে খ্যাত। তার বিখ্যাত বই An essay concerning human understanding.

John Bunyan

তিনি একজন শক্তিশালী গদ্য লেখক ছিলেন। তার বিখ্যাত বই-

  • Pilgrim’s Progress
    • জেলখানায় বসে রচনা করেন
  • The Holy War
  • The Life and Death of Mr. Badman

Quotes

  • In prayer it is better to have a heart without words than words without a heart.

Samuel Butler

Mock-heroic narrative poem Hundibars এর রচয়িতা।

Aphra Behn

Restoration Period এর প্রথম মহিলা কবি। তার বিখ্যাত কাজ –

  • The rover
  • Orronoko

The Augustan Period (1700-1745)

এ যুগের ইংরেজি সাহিত্যের লেখকগণ ইতালিয় সম্রাট Augustus এর আমলের লেখকদের অনুকরণে সাহিত্য রচনা করেছিলেন। এজন্য এযুগকে Augustan Period বলা হয়।

Alexander Pope (1688-1744)

Mock Herioc Poet নামে খ্যাত। তিনি গ্রিক কবি হোমারের ইলিয়ড ও ওডিসি মহাকাব্যটি ইংরেজিতে অনুবাদ করেন। তবে তিনিই প্রথম নন। জর্জ চ্যাপম্যান রেঁনেসার যুগে মহাকাব্য দুটির ইংরেজি অনুবাদ করেছিলেন। তিনি তার লেখায় Herioc cuplet ব্যবহার করেছেন।

Epic

  • The Rape of the Lock
    • উচ্চ বংশীয়দের মধ্যে কলহ-বিবাদ এ মহাকাব্যের মূল উপজীব্য।

Poems

  • An Essay on Man
  • The Dunciad
  • An Essay on Criticism
  • E[ostle to Dr. Arbuthnot

Quotes

  • A little learning is a dangerous thing
  • To err is human, to forgive is divine
  • Charms strike the sight but merit strike the heart
  • Fools rush in where angels fear to tread

Jonathan Swift (1667-1745)

The greatest satirist of the 18th century নামে খ্যাত। তার বিখ্যাত novel গুলো হলো-

  • Gulliver’s Travels
    • Part I: A Voyage to Lilliput
    • Part II: A Voyage to Brobdingnag
    • Part III: A Voyage to Lilliput, Brobdingnag, Luggnagg, Gulbbdubdrib and Japan
    • Part IV: A Voyage to Country of the Houyhnhnms
  • A Tale of a Tub
  • A Modest Proposal
  • The Battle Boos

Daniel Defoe

তার বিখ্যাত ব্যঙ্গ কবিতা The true born English man. এছাড়া Robinson Crusoe তার লেখা উপন্যাস।

Samuel Richardson

Pamela or the virtue rewarded, Clarissa তার বিখ্যাত উপন্যাস। Pamela – কে ইংরেজি সাহিত্যের প্রথম Novel মনে করা হয়।

Joseph Addison and Rechard Steele

তারা দুজন সাহিত্য সহযোগী ছিলেন। তারা মূলত প্রবন্ধকার। তাদের কাজগুলো – The spectator, The tatlar, The Drummer.

The Age of Sensibility (1745-1785 or 1798)

এ যুগের লেখকদের লেখায় অনুভূতি বা sense এর প্রাধান্য ছিল বলে একে Age of Sensibility বলে।

Dr. Samuel Johnson (1709-1784)

Father of English Dictionary নামে খ্যাত। তিনি ১৭৫৫ সালে তিনি ৪০ হাজার শব্দ সম্বলিত প্রথম ইংরেজি ডিকশোনারি লেখেন। তার বিখ্যাত বই-

  • A preface to Shakespeare
  • Rasselas: Prince of Abissinia

Goethe

The greatest national poet of Germany নামে খ্যাত। তার বিখ্যাত কাব্যনাট্য (Dramatic poem) Faust. এছাড়া The sorrows of young werther তার আত্মজীবনীমূলক উপন্যাস।

Henry Fielding

Picaresque novel এর জন্য বিখ্যাত।

Play

  • The Tragedy of Tragedies
  • The Miser
  • Rape Upon Rape

Novels

  • Tome Jones
  • Amelia

Oliver Goldsmith

একজন বিখ্যাত Anglo-Irish Novelist. তার বিখ্যাত কাজ- The Citizen of the World, The Vicar of Wakefield ইত্যাদি।

Thomas Gray

তিনি Graveyard poet নামে খ্যাত। তার বিখ্যাত Elegy – Elegy written in a country churchyard. এটি পূর্ব পুরুষদের মৃত্যু নিয়ে লেখা।

Edmund Burke

তিনি ‘Whig Politician’ খ্যাত। তার বিখ্যাত বই – Reflection on the Revolution in France. এছাড়া তার বিখ্যাত Speech – Speech on Conciliation with America. এতে তিনি আমেরিকাকে সুযোগ সুবিধা দিয়ে ইংল্যান্ডের অধীনে রাখতে প্রস্তাব করেছিলেন।

Quotes

  • The greater the power, the more dangerous the abuse.
  • Fear is the mother of safety.
  • Power and authority are sometimes bought by kindness.

Sir Walter Scott

তাকে Father of the regional and historical novels বলা হয়। তার শ্রেষ্ট উপন্যাস Ivanhoe. তার অন্যান্য কাজ-

  • Patriotism
  • Waverley

Herold J Laski

তার বিখ্যাত বই A Grammar of Politice.

Adam Smith

তাকে Father of Economics/Classic Economics বলা হয়. তার বিখ্যাত দুটি লেখা হল-

  • The Theory of Moral Sentiments
  • An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations.

William Carey

বাংলা, ঊরিয়া, আসামিয়, আরবি, হিন্দি এবং সংস্কৃত ভাষায় বাইবেল অনুবাদ করেন। তার বিখ্যাত রচনা Grammar of the Bangalee Language.

Rousseau

বিখ্যাত ফরাসি দার্শনিক এবং ফরাসি বিপ্লবের অগ্রনায়ক। সামাজিক চুক্তি বিষয়ে তার বিখ্যাত বই The Social Contract.

Quotes

  • Man is born free but everywhere he is a chains
  • Patience is bitter but its fruit is sweet

Voltaire

তিনি নাগরিক স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়ার জন্য বিখ্যাত।

Books

  • Candide
  • Spirit of Nations

Quotes

  • If god did not exist, it would be necessary to invent him.
  • I disapprove of what you say, but I will defend to death your right to say it.
19
Created on

English Literature: The Neoclassical Period

বিগত সালের প্রশ্ন

1 / 15

'Restoration period' in English literature refers to-

2 / 15

Goethe is the greatest poet of -

3 / 15

The first English novel, Pamela has been written by-

4 / 15

'To err is human, to forgive is divine' is written by-

5 / 15

The first English dictionary was compiled by-

6 / 15

'A Voyage of Lilliput' is written by-

7 / 15

Who wrote 'Gulliver's Travel's'?

8 / 15

শোকগীতি 'Lycidas'- এর রচয়িতা কে?

9 / 15

'Paradise Lost' is a/an-

10 / 15

'Better to reign in Hell than to serve in Heaven.' Who said this?

11 / 15

Who of the following is a famous epic poet in English literature?

12 / 15

Who is the most famous satirist in English Literature?

13 / 15

The Rape of the Lock, by Alexander Pope?

14 / 15

Who is the composer of 'Paradise Lost'?

15 / 15

'Paradise Lost' attempted to----

Your score is

The average score is 72%

0%

Leave a Reply