The Old English period

Estimated Reading Time: 3 Minutes

Duration: 450 – 1066

এযুগের অন্য নাম The anglo saxon period. ৪৫০ থেকে ১০৬৬ সাল পর্যন্ত জার্মানির Saxon, Angles এবং Jutes সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকেরা ইংল্যান্ডকে দখলে রেখেছিল।

উল্লেখযোগ্য কবি/সাহিত্যিক

Caedmon

  • ইংরেজী সাহিত্যের আদিকবি।
  • তাকে Father of English Sacred Song বলা হয়।
  • প্রধান সাহিত্যকর্ম: Paraphrase

Cynewulf

  • বিখ্যাত কবিতা: Juliana

Saint Venerable Bede

  • উপাধি: Doctor of the Crunch / Father of Learning
  • তাকে First historian in English language বলা হয়।

King Alfred The Great

  • তার উপাধি: The Law Governing. তাকে Founder of English prose-ও বলা হয়।
  • এ যুগে Anglo Saxon Chronicle নামক প্রথম গল্পগ্রন্থ সংকলিত হয়।
  • Anglo Saxon Chronicle: First monument in english prose বা ইংরেজী গদ্যের আদি নিদর্শন।

Beowulf

  • First monument in English literature.
  • The earliest epic in England.
  • কাব্যটির নায়ক Beowulf. কাব্যটি স্ক্যান্ডেনেভিয়ান অঞ্চল এর পটভূমিতে রচিত হয়। কাব্যটিকে ইংরেজি সাহিত্যের প্রথাগত ইতিহাসে প্রথম গুরুত্বপূর্ণ নমুনার মর্যাদা দেওয়া হয়।

Leave a Reply