The Romantic Period (1798-1832)

Estimated Reading Time: 21 Minutes

অন্যনাম: The golden age of lyric, Age of Revolution; Slogan: Art for art’s shake

১৭৯৮ সালে প্রকাশিত William Wordsworth ও S.T. Coleridge এর Lyrical Ballads নামক কাব্যগ্রন্থের মাধ্যমে ইংরেজি সাহিত্যে Romantic Period এর সূচনা হয়। William Wordsworth ও S.T. Coleridge কে Pioneer of romanticism বলা হয়।

William Wordsworth

Poet of nature, Poet of childhood

তার বিশাল আত্মজীবনিক কাব্যকর্ম (Poetic Autobiography) The Prelude. W. Wordsworth তার দার্শনিক কবিতা The Recluse এর ভূমিকা হিসেবে যুক্ত করার অভিপ্রায়ে এটি লিখেছিলেন। কিন্তু The Recluse তিনি শেষ করতে পারেন নি। তার একমাত্র নাটক The Borderers.

বিখ্যাত বই

  • Lyrical Ballads ***
    • ২৩ টি কবিতা আছে। যার মধ্য ১৯টি Wordsworth এর এবং ৪টি তার বন্ধু S.T. Coleridge রচিত।

Poems

  • The Daffodils ***
    • এটি একটি lyric poem বা গীতিকাব্য। ১৫ এপ্রিল ১৮০২ সালে জঙ্গলে ঘুরে বেরানোর সময় Wordsworth ও তার বোন একটি Daffodil (হলুদ বর্ণের পুষ্পবিশেষ) এর একটি লম্বা সারি দেখতে পান। সেখান থেকে অনুপ্রাণিত হয়েই Wordsworth এ কবিতাটি রচনা করেন।
    • এখানে Daffodils দ্বারা বোঝানো হয়েছে Nature has a healing power to sorrow stricken heart বা প্রকৃতির নিরাময় ক্ষমতাকে।
    • মূলনাম: I Wandered Lonely as a Cloud
  • Tintern Abbey ***
    • পূর্ণনাম: Lines Written a Few Miles above Tintern Abbey.
    • কবিতাটি প্রকৃতি নিয়ে লেখা। এটি Tintern Abbey-নামক মঠের প্রাকৃতিক দৃশ্যাবলির ওপর ভিত্তি করে রচিত। এতে কবি লক্ষ্য করেছেন ছোটবেলায় তার প্রকৃতি প্রেম ছিল ভাবনাহীন, আবেগাপ্লুত এবং অনুভূতিপ্রবণ। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তিনি প্রত্যক্ষ করেছেন মানুষের নানাবিধ দুঃখ-কষ্ট তাঁকে সমভাবে পীড়িত করেছে। এতে তাঁর মন অভিজ্ঞতায় পূর্ণ হয়ে উঠেছে। এর ফলে তাঁর প্রকৃতি প্রেমের ধরনে পরিবর্তন এসেছে। এখন প্রকৃতি প্রেম অনুভূতি প্রধান না হয়ে আধ্যাত্মিকতায় রূপান্তর ঘটেছে।
    • কবিতায় কবি তার বোন Dorothy কে উপদেশ দিয়ে বলেছেন – Nature never did betray the heart that loved her.
  • The Solitary Reaper ***
    • বাংলা অর্থ একাকী শস্যচ্ছেদক(যে ফসল কাটে)।
    • স্কটল্যান্ডের প্রকৃতিক সৌন্দর্যের পটভূমিতে রচিত। এতে এক পাহাড়ি তরুণীর ফসল কাটা ও করুণ সুরে গান গাওয়ার চিত্র তুলে ধরা হয়েছে।
  • Ode on Immortality **
  • Revolution and Independence
  • Rainbow **
  • The Excursion
  • Lucy Poems

Quotes

  • Child is the father of man (ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে) – My Heart Leaps Up (poem)
  • All at once I saw a crowd, a host of golden daffodils | Ten thousands saw I at a glace tossing their heads. – The daffodils (poem)
  • Nature never did betray the heart that loved her – Tintern Abbey (poem)
  • Let nature be your teacher – The Tables Turned (poem)
  • Our birth is but a sleep and forgetting – Ode on Intimations of Immortality … (poem)

Note that-

WorkWriter
Rainbow (novel)D.H. Lawrence (modern period)
Rainbow (poem)William Wordsworth (romantic period)

S.T. Coleridge

Poet of supernaturalism, পূর্ণনাম: Samuel Taylor Coleridge, Friend and literary collaborator of W. Wordsworth

বিখ্যাত বই

  • Biographia Literaria or Biographical Sketches of My Literary Life and Opinions ***

Poems

  • The Rime of the Ancient Mariner ***
    • এতে একজন নাবিকের অভিজ্ঞতা বর্ণনা করেছে যিনি দীর্ঘ সমুদ্র ভ্রমণ থেকে ফিরে এসেছেন। মেরিনার এক ব্যক্তিকে থামিয়ে দেন যিনি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন এবং তাকে গল্প শোনাতে শুরু করেন। মেরিনার গল্পটি এগিয়ে যাওয়ার সাথে সাথে বিবাহ-অতিথির প্রতিক্রিয়া হতাশার থেকে অধৈর্য হয়ে মুগ্ধতায় পরিণত হয়। বৃদ্ধ নাবিকের অপরাধ, অপরাধবোধ, শাস্তি এবং প্রায়শ্চিত্য এবং পরিশেষে বৃদ্ধ নাবিকের পাপমোচনের দ্বারা কাহিনী সমাপ্ত হয়। বিস্তারিত কাহিনী
    • এ কবিতায় Albatross পাখির কথা উল্লেখ আছে।
  • Kubla Khan **
  • Dejection: An ode

Quote

  • Water, water everywhere, nor any drop to drink. – The Rime of the Ancient Mariner (poem)
  • Alone, alone, all , all alone/Alone on a wide, wide sea? – The Rime of the Ancient Mariner (poem)

P.B. Shelly

Revolutionary Poet, Poet of Wind, Poet of Hope and Regeneration; পূর্ণনাম: Percy Bysshe Shelley

নাস্তিকতার জন্য অক্সফোর্ড থেকে বহিষ্কৃত হন। তার অসমাপ্ত গ্রন্থ The Triumph. ১৮২২ সালে আড্রিয়াটিক সাগর পার হওয়ার সময় তার জাহাজ উল্টে গেলে তিনি ডুবে মারা যান।

বিখ্যাত বই

  • The Revolt of Islam
  • The Necessity of Atheism
  • Prometheus Unbound
  • Adonais
    • John Keats এর মৃত্যুর ওপর লেখা।

Poems

  • Ode to the west wind ***
  • To a skylark (Ode) ***
  • Ozymandias
  • When soft voices die

Quotes

  • If winter comes, can spring be far behind? – Ode to the West Wind (poem)
  • Our sweetest songs are those that tell of saddest thought. – To a Skylark (poem)

John Keats

Poet of beauty, Poet of sensuousness

পেশাজীবনে একজন ডাক্তার ছিলেন। তার কাব্যিক জীবন ছিল মাত্র ৫ বছরের। মাত্র ২৬ বছর বয়সে মারা যান। তার বিখ্যাত সনেট On First Looking in to Chapman’s Homer.

বিখ্যাত বই

  • Endymion
  • Hyperion
  • Lamia

Poems

  • Ode to a nightingle ***
  • Ode on a grecian urn ***
  • Ode on Autumn
  • Isabella

Quotes

  • Beauty is truth, truth is beauty – Ode on a grecian urn
  • Heard melodies are sweet but those unheard are sweeter – Ode on a grecian urn
  • Where are the songs of spring? Aye, where are they? Think not of them, thou hast thy music too. – Ode on Autumn

William Blake

তিনি কবি ও চিত্রকর ছিলেন। Neo classical period এ লেখালেখি শুরু করেছিলেন বলে তাকে Neo classical period এর লেখকও মনে করা হয়।

বিখ্যাত বই

  • Song of Innocence
  • Song of Experience
  • Milton: A poem
  • Marriage of Hell and Heaven

Quotes

  • The road of excess leads to the place of wisdom. – Proverbs of Hell
  • It is easier to forgive an enemy than to forgive a friend. (এটি একই সাথে কবিতার নাম ও কোট হিসেবে বিবেচিত)

Charles Lamb

তিনি একজন বিখ্যাত প্রবন্ধিক (essayist) ছিলেন। তিনি Elia ছদ্মনামে লিখতেন। তার বিখ্যাত কবিতা The Old Familiar Faces.

বিখ্যাত বই

  • The Essays of Elia
  • Tales from Shakespeare

William Hazlitt

তিনি একজন বিখ্যাত প্রবন্ধিক (essayist) ও সমালোচক (critics)।

বিখ্যাত বই

  • The Spirit of Age

Quotes

  • Poverty is the test of civility and touchstone of friendship.
  • Prejudice is the child of ignorance.
BookWritter
The Sprit of IslamSir Sayed Ameer Ali
Sprit of NationsVoltaire (ফরাসি দার্শনিক)
The Sprit of CapitalismMax Waver (জার্মান অর্থনীতিবিদ)
The Spirit of AgeWilliam Hazlitt

Lord Byron

Rebel Poet

তিনি উসমানীয় সম্রাজ্যের বিরুদ্ধে গ্রিসের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তার বিখ্যাত কবিতা Child Harold’s Pilgrimage এবং বিখ্যাত মহাকাব্য Don Juan.

বিখ্যাত বই

  • The vision of judgement
  • Hours of Idleness

Quotes

  • Man’s love is of man’s life a thing apart, Tis (It is) woman’s whole existence.

Jane Austen

তিনি একজন anti-romantic মহিলা ঔপন্যাসিক। তার অসমাপ্ত উপন্যাস Sandition.

Novels

  • Pride and Prejudice ***
  • Sense and sensibility
  • Mansfield Park etc.

Quote

  • A lady’s imagination is very rapid; It jumps from admiration to love, from love to matrimony in a moment.

Alexander Pushkin

Father of Modern Russian Literature, National Poet of Russia

বিখ্যাত বই

  • Boris Godunov
  • Eugene Onegin
18

The Romantic Period

বিগত সালের প্রশ্ন

1 / 15

The Romantic age in English literature began with the publication of -

2 / 15

P. B. Shelley is known as-

3 / 15

The Daffodils is a poem written by-

4 / 15

The poem 'The Solitary Reaper' is written by-

5 / 15

Where does the following line occur in?

"Alone, alone, all , all alone/Alone on a wide, wide sea?"

6 / 15

P.B. Shelley's 'Adonais' is an elegy on the death of-

7 / 15

Who wrote 'beauty is truth, truth beauty'?

8 / 15

William Wordsworth was a -

9 / 15

"Where are the songs of spring? Aye, where are they? Think not of them, thou hast thy music too." Who wrote this?

10 / 15

Who wrote "Biographia Literaria"?

11 / 15

Who of the following was both a poet and painter?

12 / 15

Man's love is of man's life a thing apart, Tis woman's whole existence - this taken?

13 / 15

Who is known as 'the poet of nature' in English Literature.

14 / 15

The Rime of the Ancient Mariner is a-

15 / 15

Which of the following writers belongs to the Romantic period in English literature.

Your score is

The average score is 81%

0%

Rate this quiz

More Posts

Leave a Reply