Translate into English
সাংস্কৃতিক আন্দোলন বাংলাদেশের মুক্তিসংগ্রামের এক গুরুত্বপূর্ণ ধারা। সাতচল্লিশ পরবর্তী সময় থেকে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে রাজনৈতিক আন্দোলনের সূচনা হয়েছিল, সংস্কৃতি ছিল তার প্রাণ। প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনগুলো মুক্তিসংগ্রামের ধারাবাহিকতায় সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে মুক্তবুদ্ধির চর্চা ও অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ ঘটে। সেই আদর্শকে সামনে রেখেই গণমানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। কেবল সর্বভৌম রাষ্ট্রই নয়, স্বাধীন ও সংস্কৃতিবান মানুষও যে স্বাধীনতার পরিচায়ক, সে সময়ের সাংস্কৃতিক আন্দোলন ও কর্মকাণ্ডে তার প্রতিফলন দেখতে পাওয়া যায়।
Ans: Cultural movement is an important section of Bangladesh’s freedom struggle. Culture was the lifeblood of the political movement that started under the leadership of Bangabandhu from 1947 onwards. Progressive cultural organizations were formed in the wake of the liberation struggle and the practice of free will and non-communal consciousness emerged among the common people. Keeping that ideology in mind, the masses participated in the war of liberation. Not only the sovereign state, but also the independent and cultured people are the hallmarks of independence, which is reflected in the cultural movements and activities of that time.
Translate into Bangla
The inauguration of much-hyped Dhaka Nagar Paribahan service marks the journey of what is called a bus franchise system. If the inauguration of this particular bus route from Keraniganj’s Ghatarchar to Kanchpur can set an example for other bus operators reluctant to join the system, this pilot project will have served its purpose. It has taken as long as six years to convince a few bus companies to join the initiative. Many bus companies still oppose this move. Despite their non-cooperative stand, it was made possible through the joint efforts of the two incumbent city Mayors.
উত্তর: বহুল আলোচিত ঢাকা নগর পরিবহন সার্ভিস যাকে একটি বাস ফ্র্যাঞ্চাইজি সিস্টেম বলা হচ্ছে তার উদ্বোধন হয়েছে। যদি কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত এই বিশেষ বাসরুট যোগদানে অনিচ্ছুক অন্যান্য বাস অপারেটরদের এই ব্যবস্থায় যােগকরার লক্ষ্যে দৃষ্টান্ত স্থাপন করতে পারে তাহলে এই পরীক্ষামূলক পরিকল্পনা কার্যকর হয়ে উঠবে। এই উদ্যোগে অংশ নিতে কিছু কিছু বাস কোম্পানিকে রাজি করাতে ৬ বছর সময় লেগেছে। এখনও অনেক বাস কোম্পানি এই পদক্ষেপের বিরোধিতা করেছে। তাদের অসহযােগ অবস্থান স্বত্তেও শহরের দায়িত্বপ্রাপ্ত দুই মেয়রের যৌথ প্রচেষ্টার কারণে এ উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।