Verb হল বাক্যের এমন শব্দ যা কোন ব্যক্তি বা বস্তু সম্বন্ধে কিছু বলার জন্য ব্যবহৃত হয়। Verb দ্বারা কোন কিছু হওয়া, থাকা বা করা বুঝায়। যেমন: He kicks the ball. এখানে kicks (Verb) দ্বারা কোন ব্যক্তির বলে লাথি মারা বোঝায়।
Kinds of Verbs
Verb কে নিম্নোক্তভাবে ভাগ করা যায় –
- Finite verb
- Auxiliary verb
- Principle verb
- Nonfinite verb
- Gerund
- Participle ও
- Infinitive.
Modern English এ Finite verb কে প্রধান দুটি ভাগে ভাগ করা হয় (P.C. Das)। যথা:
- State verb
- Event verb
Finite verb বা সমাপিকা ক্রিয়া
সহজভাষায়, যে সব Verb দ্বারা বক্তার বক্তব্য সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় তাকে Finite Verb বলে। Subject এর person এবং number অনুযায়ী Finite Verb এর Form নির্ধারিত হয়। যেমন: The mangoes tastes sweet.
Nonfinite verb বা অসমাপিকা ক্রিয়া
যে Verb দ্বারা কোন বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় না তাকে Non-finite Verb বলে। Subject এর Number ও Person দ্বারা এ Verb এর কোনরূপের পরিবর্তন হয় না। যেমন: The mangoes are sweet to taste.
Examples of finite & non-finite verb
- The students were asked to submit their assignments by Friday. এখানে were asked – finite আর to submit – non-finite. কারণ were asked (বলা হয়) দ্বারা শেষ হয়েছে কিন্তু to submit এখনো করা হয়নি বা ক্রিয়া শেষ হয় নি। অনুরূপভাবে-
- The teacher encouraged the students to work hard. এখানে encouraged – finite এবং to work – non-finite.
- The dog wagged its tail to show its happiness. এখানে wagged – finite এবং to show – non-finite)
Finite verbs
Finite verb কে দুই ভাগে ভাগ করা যায়। যথা:
- Auxiliary verb
- Principle verb
Auxiliary verb বা সাহায্যকারী ক্রিয়া
Principle verb কে যে verb বাক্য গঠনে সাহায্য করে তাই Auxiliary verb. একে Helping verb ও বলা হয়। এ verb গুলো অন্য verb এর সাহায্য ছাড়া বাক্য স্বাধীনভাবে ব্যবহৃত হয় না (বা হলে সেটি আর Auxiliary verb বা সাহায্যকারী ক্রিয়া বলে না, তাকে তখন Principal verb বলে)। যেমন: He does not go to school.
Auxiliary verb আবার দুই প্রকার। যথা: Primary Auxiliary (am, is, are etc) ও Modal Auxiliary (can, could, will etc).
Principle verb বা মূখ্য ক্রিয়া
বাক্যে যে verb গুলো অন্য verb এর সাহায্য ছাড়াই স্বাধীনভাবে ব্যবহৃত হয় তাকে Principle verb বলে। যেমন: He does the work perfectly, He works hard etc.
Auxiliary verb ও Principle verb চেনার উপায়:
- খেয়াল রাখতে হবে বাক্যে verb টি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করছে কিনা।
- বাক্যে একটিমাত্র verb থাকলে তা অবশ্যই Principle verb. যেমন: I am in class ten.
- Auxiliary verb এর পরবর্তী verb টি Principle verb হয়। যেমন: I have (auxiliary) done (principle) the work.
Principle verb কে তিন ভাগে ভাগ করা যায়। যথা:
- Transitive Verb
- Intransitive Verb
- Linking Verb
Transitive verb বা সকর্মক ক্রিয়া
বাক্যে কোন ক্রিয়া বা verb এর কর্ম সম্পাদনের জন্য বা বাক্যের অর্থ সম্পন্ন করার জন্য যদি object এর প্রয়োজন হয় তবে তাকে Transitive verb বলে। যেমন: He is playing football.
কিছু কিছু Transitive verb অর্থ পরিপূর্ণভাবে প্রকাশের জন্য বা ক্রিয়া পরিপূর্ণভাবে সম্পাদনের জন্য একের অধিক Object নিতে পারে। যেমন: The professor gave us a tough assignment. এধরণের বাক্যে ব্যক্তিবাচক Object কে Indirect Object (us) এবং বস্তবাচক Objectটিকে Direct Object (a tough assignment) বলে। উল্লেখ্য বাক্যে একটি মাত্র Object থাকলে তা Direct Object.
Factitive Verb: কোন Transitive verb যখন অতিরিক্ত শব্দের (captain) সাহায্য ছাড়া শুধু তার Direct Object (him) দ্বারা পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তাকে Factitive Verb বলে। যেমন: We elected him captain.
Intransitive verb বা অকর্মক ক্রিয়া
বাক্যে যে ক্রিয়া বা verb এর কর্ম সম্পাদনের জন্য বা বাক্যের অর্থ সম্পন্ন করার জন্য যদি object এর প্রয়োজন হয় না তাকে Intransitive verb বলে। যেমন: The birds are flying, Fire burns.
ক্রিয়াকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই Object
P. C. Das
কিছু Intransitive verb-
Copulative Verb: যে Intransitive verb এর পরে adjective বসে আলাদা অর্থ প্রকাশ করে তাকে Copulative Verb বলে। যেমন: The dog went mad. The dog went দ্বারা কুকুরটি কোথায় যায় বলে অনুমান জাগে কিন্তু এরপর mad (adjective) বসে অর্থ দ্বারায় কুকুরটি পাগল হয়ে যায়।
Cognate Verb: কোন Intransitive verb তার কোন noun form বা সমজাতীয় noun কে object হিসেবে গ্রহণ করলে তাকে Cognate Verb বলে। যেমন: He ran a race. এখানে race হল ran এর সমজাতীয় noun.
Linking Verb বা সংযোজক ক্রিয়া
Subject এবং complement এর মধ্যবর্তী সংযোগকারী Verb কে Linking Verb বলে। যেমন: He became a politician.
Complement: Verb বা Verb + Object এর পরবর্তী adjective বা noun এবং subject/object যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তবে উক্ত adjective বা noun কে complement বলে। যেমন: He is a policeman, The lockdown made us frustrated. উল্লেখ্য subject এর সাথে পরিপূরক হলে Subject complement (policeman) এবং object এর সাথে পরিপূরক হলে Object complement (frustrated) বলে।
Object ও Complement এর মধ্যে পার্থক্য-
Object | Complement |
---|---|
Object বাক্যের একটি মূল বৈশিষ্ট্য। বাক্যের জন্য Object আবশ্যক। | বাক্যে complement খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। তারা কেবল অতিরিক্ত তথ্য যুক্ত করে। |
Object সাধারণত noun ও pronoun হয়। | Complement সাধারণত noun, verb ও adjective হয়। |
Object এবং subject দুটি ভিন্ন ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে পারে। | (Subject/Object) complement এবং subject/object একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। |
Object বাক্যে complement হিসেবে কাজ করতে পারে। | Complement বাক্যের object হিসেবে কাজ করতে পারে না। |
Nonfinite verbs
Nonfinite verb কে তিন ভাগে ভাগ করা যায়। যথা:
- Gerund
- Infinitive
- Participle
Verbal Noun
কোন verb যখন বাক্যে noun হিসেবে কাজ করে তখন তাকে Verbal Noun বলে। যেমন: The killing of the president was an atrocious crime. Verbal Noun দুইভাবে গঠিত হয়।
- Suffix যোগে: arrive + al = arrival. Their arrival has been delayed.
- Verb + ing যোগে: kill + ing = killing
সাধারণত “The + Verb + ing + of” format এর “Verb + ing” টি Verbal Noun হয়। যেমন: I like the reading of Poem(Verbal noun). I like reading Poem(Gerund).
All verbal noun are not gerund, but all gerund are verbal nouns
Verbal noun এর ক্ষেত্রে Verb + ing যুক্ত শব্দে শুধু noun হিসেবে কাজ করে। এর মধ্যে Verb এর কোন বৈশিষ্ট্য থাকে না। অপরদিকে Gerund এর ক্ষেত্রে Verb + ing যুক্ত শব্দে Verb ও noun উভয়ের বৈশিষ্ট্যই থাকে।
Gerund
Gerund হল “Verb + ing” format এর একটি শব্দ যা বাক্যে একই সাথে Verb এবং Noun এর কাজ করে। এজন্য একে Double part of speechও বলা হয়। যেমন: He found parking is difficult. parking এখানে একই সাথে Verb (গাড়ি পার্ক করা) এবং Noun (গাড়ি পার্কের জায়গার নাম) এর কাজ করেছে। Gerund মূলত Noun তাই বাক্যে Noun যেসব স্থানে বসে Gerund ও সেসব স্থানগুলোতে বসে। যেমন:
- Verb এর subject হিসেবে: Working in the morning is (verb) a good habit.
- Verb এর object হিসেবে: It has stopped (verb) raining.
- Preposition এর object হিসেবে: By (preposition) working hard, you can prosper.
- Verb এর complement হিসেবে: His profession is teaching. উল্লেখ্য Verb বা Verb + Object এর পরবর্তী adjective বা noun (teaching) এবং subject/Object (He/His) যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তবে উক্ত adjective বা noun কে Complement বলে।
- Compound noun হিসেবে: The old man has a walking stick.
Gerund যেহেতু মূলত একটি Noun তাই এর পূর্বে কোন Noun বা Pronoun বসলে অবশ্যই তার Possessive form হবে। যেমন: I hope you will excuse my leaving early. সুতরাং Verb + ing এর পূর্বে Nounবা Pronoun এর Possessive form থাকলে তা Gerund হবে।
Infinitive
Infinitive হল Verb এর Base form বা to + Verb এর Base form. যেমন: To err is human. এটিও একই সাথে Verb এবং Noun এর কাজ করে। তাই এর ব্যবহারও Gerund এর মতই হয়। যেমন:
Use | Infinitive | Gerund |
---|---|---|
Verb এর subject হিসেবে | To walk is good for health | Walking is good for health |
Verb এর object হিসেবে | He likes to play card | He likes playing card |
Preposition এর object হিসেবে | Fish are good to eat | Fish are good for eating |
Verb এর complement হিসেবে | His profession is to teach | His profession is teaching |
Participle
Participle একই সাথে Verb এবং Adjective এর কাজ করে। Participle তিন প্রকার। যথা:
- Present Participle
- Past Participle
- Perfect Participle
Present Participle
Present Participle হল V + ing যোগে গঠিত শব্দ যা বাক্যে একই সাথে Verb এবং Adjective এর কাজ করে। যেমন: A barking dog seldom bites (ঘেউ ঘেউ করা কুকুর কমই কামড় দেয়). এখানে barking একই সাথে Verb এবং Adjective এর কাজ করেছে। আরও উদাহরণ: (P.C. Das এর Applied English grammar & comparison থেকে নেওয়া)
- A rolling stone gathers on moss.
- Primary education is the most pressing need in our time.
- Hearing the noise, the boy woke up.
- Loudly knocking at the gate, he asked admission.
Past Participle
Verb এর Past Participle form দিয়ে গঠিত হয়। এক্ষেত্রে অবশ্যই Participle টি একই সাথে Verb এবং Adjective এর কাজ করবে। যেমন: He saw the trees laden with fruit.
Perfect Participle
Present Participle ও Past Participle এর সমন্নয়ে Perfect Participle গঠিত হয়। যেমন: Having finished his study, he went to read. এক্ষেত্রে সাধারণত Having এর পর Verb এর Past Participle form বসে একই সাথে Verb এবং Adjective এর কাজ করে।
More verbs-
Semi-modal verb
যে verb গুলো Modal auxiliary এবং Principle উপয়রূপে ব্যবহৃত হয়ে থাকে তাদের Semi-modal verb বলে। যেমন: Deer, Need ইত্যাদি Semi-modal verb. He dare not do this (Modal). No one dares (to) question my authority! (Main verb).
Common Verb
বাক্যে যে Verb দ্বারা subject নিজে কাজ করা বোঝায় তাকে Common Verb বলে। যেমন: He did it.
Causative verb
বাক্যে যে Verb দ্বারা subject নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করানো বোঝায় তাকে Causative verb বলে। যেমন: He raised his hand.
Emphatic Verb/ Emphatic form of Verb
Verb দ্বারা যে কাজ/ধারণা বোঝানো হয়েছে বাক্যে তাকে অধিক গুরুত্ব দেওয়ার জন্য যে Auxiliary verb ব্যবহার করা হয় তাকে Emphatic Verb বলে। যেমন: I do help you. সাধারণত do, does, did, ইত্যাদি Verb গুলোকে Emphatic Verb হিসেবে বাক্যে ব্যবহার করা হয়।
Group verb
Verb + adverbial participle যদি নতুন কোন অর্থ তৈরি করে তবে তাকে Phrasal verb বা Group verb বলে। যেমন: Break (ভাঙা) away (দূরে/সঙ্গে সঙ্গে) অর্থ হঠাৎ পালিয়ে যাওয়া।