Q. Antonym of PIQUE is –
(a) Hurt
(b) Irk
(c) Joy
(d) Huff
Answer
Joy. PIQUE অর্থ জাগানো, উদ্রেক করা; ঘৃণা করা। বাক্য: she was piqued by his curtness. his scientific curiosity piqued. অপশনগুলো:
- Hurt (আঘাত পাওয়া)
- Irk (বিরক্ত/উত্যক্ত করা): it irks her to think of the runaround she received
- Joy (আনন্দ)
- Huff (তুচ্ছ বিরক্তির অনুভূতি প্রকাশ করা): he was huffing under a heavy load.
Q. “Clique” means –
(a) A group of animals
(b) A group of birds
(c) A group of People
(d) A group of fish
Answer
A group of People. Clique অর্থ “একই স্বার্থে আবদ্ধ ক্ষুদ্র একদল মানুষ।
Q. The Synonym of Catastrophe is –
(a) Built
(b) Implement
(c) Destruction
(d) Fresh
Answer
Destruction. Catastrophe অর্থ বিপর্যয়, এমন ঘটনা যা বড় এবং সাধারণত আকস্মিক ক্ষতি বা ভোগান্তির কারণ হয়। বাক্য: An environmental catastrophe is awaiting. অন্যান্য অপশন:
- Built (তৈরি করা)
- Implement (বাস্তবায়িত করা)
- Destruction (ধ্বংস, কোন কিছুর এত বেশি ক্ষতি করার ক্রিয়া বা প্রক্রিয়া যেন সেটি আর বিদ্যমান না থাকে বা মেরামত করা না যায়।)
- Fresh (টাটকা)
Q. Antonym of ‘Foe’ is –
(a) Friend
(b) Enemy
(c) Classmate
(d) Future
Answer
Friend (বন্ধু). Foe অর্থ শত্রু। বাক্য: his work was praised by friends and foes alike. অপশনগুলো: Enemy অর্থ শত্রু, Classmate অর্থ সহপাঠী, Future অর্থ ভবিষ্যৎ।
Q. Antonym of ENORMOUS is –
(a) Fragile
(b) Weak
(c) Tiny
(d) Soft
Answer
Tiny. ENORMOUS অর্থ প্রচুর, আকার, পরিমাণ বা ব্যাপ্তিতে খুব বড়। বাক্য: We have enormous sums of money. অপশনগুলো:
- Fragile (ভঙ্গুর)
- Weak (দুর্বল)
- Tiny (অতি ক্ষুদ্র)
- Soft (কোমল, নরম)
Q. It was bungled effect to restore order. ‘Bungled’ here means –
(a) United
(b) Unsuccessful
(c) Unprecedented
(d) Fatal
Answer
Unsuccessful. Bungled অর্থ কোন কাজ আনাড়িভাবে বা অযোগ্যভাবে করা। বাক্য: This was a bungled bank raid. অপশনগুলো:
- United (সম্মিলিত)
- Unsuccessful (ব্যর্থ)
- Unprecedented (নজীরবিহীন, আগে কখনও করা বা জানা যায়নি)
- Fatal (মারাত্মক)
Q. Antonym of DUCTILE is:
(a) Docile
(b) Pliable
(c) Stiff
(d) Supple
Answer
Stiff. DUCTILE অর্থ যার রূপ সহজেই পরিবর্তন করা যায়। অপশন:
- Docile (সহজে বশ মানে এমন)
- Pliable (সহজে বাঁকানো যায় এমন)
- Stiff (কঠিন, শক্ত)
- Supple (নমনীয়, কোমল)
Q. Synonym of INCREDULOUS is:
(a) Dishonest
(b) Honest
(c) Reliable
(d) Unreliable
Answer
Unreliable. INCREDULOUS অর্থ অবিশ্বাসী, কিছু বিশ্বাস করতে অনিচ্ছুক বা অক্ষম। বাক্য: His report convinced the most incredulous of the reality of the charges. অপশনগুলো:
- Dishonest (অসৎ)
- Honest (সৎ)
- Reliable (নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য)
- Unreliable (নির্ভরযোগ্য নয়, বিশ্বাসযোগ্য নয়)
Q. Antonym of DEVIANT is:
(a) Bent
(b) Devious
(c) Regular
(d) Atypical
Answer
Regular. DEVIANT অর্থ বিচ্যুত। বাক্য: It may be that the Government has in mind personality disordered individuals with sexually deviant behaviors. অপশনগুলো:
- Bent (বাঁকানো, ইচ্ছা, দক্ষতা)
- Devious (ঘোরানো, অসরল): they arrived at the town by a devious route.
- Regular (নিয়মিত, স্বীকৃত মানসম্পন্ন)
- Atypical (নির্দিষ্ট প্রকার গোষ্ঠী বা শ্রেণীর প্রতিনিধি নয় এমন): a sample of people who are rather atypical of the target audience.
Q. Synonym of EMBEZZLE is:
(a) Remunerate
(b) Misappropriate
(c) Balance
(d) Clear
Answer
Misappropriate. EMBEZZLE অর্থ আত্মসাৎ করা। বাক্য: she had embezzled £5,600,000 in company funds. অপশনগুলো:
- Remunerate (পারিশ্রমিক, পুরষ্কৃত করা, পরিতোষিক দেওয়া): they should be remunerated fairly for their work.
- Misappropriate (অন্যায়ভাবে কিছু গ্রহণ ও ব্যবহার করা)
- Balance (ভারসাম্য)
- Clear (পরিস্কার, নির্মল)